ভাবনার দেয়াল থেকে
অন্যান্য দেশের ছেলে-মেয়েরা গবেষণা করছে, মহাকাশ যাচ্ছে আর আমাদের দেশের ছেলে-মেয়ে তাদের মহাকাশ ভ্রমণের তারিখ মুখস্থ করছে। সাধারণ জ্ঞান মুখস্থ করে করে একটা সরকারি চাকরি পেলেই সমাজ তাকে মহা জ্ঞানীর তকমা লাগিয়ে দিচ্ছে। কি এক করুন অবস্থা।
একদেশ চাঁদে ল্যান্ড করতে পারেনি তাতে আমরা ট্রল করছি, এদিকে আমরা যে ঈদের চাঁদ দেখতে পারি না সেইটা মনে হয় ভুলেই গিয়েছি। যারা চাকরি পাওয়ার জন্য শুধু সাধারণ জ্ঞান মুখস্থ করে তাদের থেকে এর বেশি কিছু অবশ্য আশা করা যায়ও না।
এরা মার্সিডিজ, এ্যাপল, ফেসবুক, গুগল এর সেবা গ্রহণ করে নিজেদের অনেক দামি ভাবে তবে এমন দামি প্রতিষ্ঠানের মালিক হতে পারে না। আমাদের চিন্তাভাবনা এখন এত নিচে নেমে গিয়েছে যে আমরা এখন সফল হতে চাই না, হতে চাই ভাইরাল। এমন চিন্তা ভাবনা নিয়ে আর যায় হোক বেশিদূর যাওয়া যায় না।
ক্লাসের সবথেকে সুন্দরী মেয়ের পিছনে না ঘুরে প্রচুর পড়াশোনা করবেন, ক্লাসে প্রথম হবেন; দেখবেন মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য।
পরে আপনি আপনার পছন্দের মেয়ের সাথে থাক সেদিকে আর না যাই। 😜😜
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল ব্যক্তি হলো সদ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ছাত্র-ছাত্রী।
জীবনের কিছুই দেখো নাই ভাই এখন-ও, তাতেই আরেকজনের জীবন নিয়া মোটিভেশন দাও।
যখন নিজে শেষবর্ষে যাবে তখন তুমি নিজেই মোটিভেশন খুঁজবে চাঁন্দু।
নিজেকে এমনভাবে তৈরি করো যেন এক্স-ও একদিন গর্ব করে বলে সে আমার এক্স ছিল।
যার বাবা নেই একমাত্র সে-ই জানে বাবা না থাকার কষ্ট, বাকিদের কাছে তো শুধু "মানুষ মরণশীল" এমন একটা প্রবাদ বাক্য।
চেহারা নিয়ে গর্ব করার কিছু নেই। যে মেয়েটা ক্লাসের সব থেকে সুন্দরী ছিল, তাকে আজ খালাম্মা খালাম্মা দেখা যায়; বেশি গভীরে গেলাম না।😆
জীবনে খারাপ সময় সারাজীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে খারাপ ব্যবহার করা মানুষদের কথা সারাজীবন মনে থাকে।
নিউটনের মাথার উপরে আপেল পরছিল তাই উনি বড় বিজ্ঞানী হয়েছিল; আমিও বসে আছি কাঁঠাল গাছের নিচে কাঁঠাল মাথায় পরলেই অনেক বড় বিজ্ঞানী হমু 😜
প্রথম প্রেম তো ভুলে যাওয়া সহজ নয়! বিশেষ করে, যে তুমুল সংগ্রামের মধ্যে দিয়ে কৃষ্ণ আদায় করেছিলেন রাধার প্রেম, তা বড় সহজ নয়। রাধা তো তাঁকে প্রথমে কাছে ঘেঁষতেই দেননি! ছলে, বলে, কৌশলে কৃষ্ণ ঠিক ভেঙে ফেলেন তাঁর মনের আগল। সেটা যেমন মুখের কথা নয়, তেমনই সহজ নয়। বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধাকে পাগল করেছিল, আমার এমন ইচ্ছা নেই।
আমি বহুবার একশ মিটার দৌড় প্রতিযোগিতায় নেমেও হেঁটে গেছি গন্তব্যে, যার তাড়া সে-ই দৌড়াক, আমার এত তাড়া নেই; আমি না হয় একটু পরেই যাই।
বড় কোন লাফ দেবার জন্য ২ পা পেছাতে হয়, পিছিয়ে যাচ্ছি কিন্তু হারিয়ে না।
No comments
Note: Only a member of this blog may post a comment.