Header Ads

Header ADS

জাপানে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা Study in Japan



জাপানে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা Study in Japan

ভূমিকম্পের দেশ জাপান হলেও শিক্ষার মানে অনেক এগিয়ে জাপান। আজ লিখবো জাপানে কীভাবে স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে পারেন। জাপানে কয়েক রকমের স্কলারশিপ আছে, তার মধ্যে মনবুকাশো স্কলারশিপ অনেক নামকরা; এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ-ও দিয়ে থাকে, এছাড়া অনেক প্রাইভেট কোম্পানি স্কলারশিপ দিয়ে থাকে।

আবেদনের সময়:

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই আবেদন ছেড়ে থাকে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে। যদি মিনিস্ট্রি তে না করে সরাসরি ইউনিভার্সিটির মাধ্যমে করতে চান তাহলে করতে পারবেন, কিন্তু আপনাকে ফাইনালি মিনিস্ট্রিতে আবার আবেদন করতে হবে। তবে ভার্সিটি রিকোমেন্ডেশনের মাধ্যমে আসলে স্কলারশিপ পাওয়ার সুযোগ একটু বেশি আর আসন-ও অনেক বেশি থেকে থাকে।

আবেদন করার আগে প্রফেসর কে মেইল করতে পারেন তাহলে অনেক ভালো হয়। আবেদন শুরুর ২/৩ মাস আগে ই-মেইল করুন। ই-মেইল করার সময় অবশ্যই আপনার সিভি আপলোড করবেন। ৫ জন প্রফেসর কে মেইল করে কনফার্ম হতে পারলে আপনার জন্য ভালো হবে। চয়েজ দিতে পারবেন ৩ টা এবং পড়তে হবে ১ টা ইউনিভার্সিটিতে।

আবেদনের জন্য এক টাকাও লাগবে না।

কাগজপত্র যা লাগবে:
পাসপোর্ট
আবেদন পত্র
অ্যাকাডেমিক ডকুমেন্টস
রিকমেন্ডেশন লেটার
রিসার্চ প্রপোজাল
আইইএলটিএস/টোফেল (অপশনাল)
পাবলিকেশন (অপশনাল)

ভাইভা:
প্রফেসর আপনাকে স্কাইপের মাধ্যমে একটা ভাইভা নিতে পারেন। ভাইভাতে ভয় পাওয়ার কিছু নেই, আপনার সাথে গল্প করবে বিভিন্ন বিষয় নিয়ে।
মিনিস্ট্রি এর মাধ্যমে যদি আবেদন করেন তাহলে প্রথমে প্রাথমিক ভাবে কিছু আবেদন কমিয়ে নেবে, বাকিদের মিনিস্ট্রি তে ডাকবে পরীক্ষা (লিখিত/ভাইভা) নেওয়ার জন্য।
চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মেক্সট এর আবেদনপত্রে আবার আবেদন করতে হবে।
www.scholar.banbeis.gov.bd/mext -এই ওয়েব সাইটে আবেদন করতে হবে।


স্কলারশিপের সুবিধা:

আন্ডারগ্রাউন্ডের স্টুডেন্ট হলে প্রতি মাসে ১,১৭,০০০ ইউয়ান, মাস্টার্স, ডক্টরাল প্রোগ্রামের স্টুডেন্ট হলে ১,৪৪,০০০-১,৪৭,০০০ ইউয়ান। বাজেটের জন্য একটু কম বেশি হতে পারে, এর থেকে ২০০০/৩০০০ ইউয়ান বেশি পাবেন হয়ত।
বিমান ভাড়া উনারা বহন করবেন, আপনাকে দিতে হবে না, ইকোনমিক ক্লাসের টিকেট পাবেন।

উপরের লেখাটা মূলত মিনিস্ট্রি হয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজিত।
মনে রাখবেন- স্কলারশিপ পাওয়া অনেক কঠিন, অনেক প্রতিযোগিতা করতে হবে। তাই আপনার যত ভালো কোয়ালিফিকেশন থাকবে আপনি তত এগিয়ে থাকবেন। বাছাইয়ের সময় ইংরেজিতে আপনার দক্ষতা, রিকমেন্ডেশন লেটার, আর রিসার্চ পেপার টা যথেষ্ট ভূমিকা রাখবে।

আবেদন করাটা অনেক টা ফেসবুকে অ্যাকাউন্ট করার মত, নির্ভয়ে আবেদন করুন, কঠিন কিছু না। এজেন্টদের টাকা দিয়ে টাকা নষ্ট করবেন না।
আপনি নিজের খরচে চাইলে পড়তে আসতে পারবেন। জাপানে কাজ করার সুযোগ আছে।

আপনার জন্য অনেক শুভ কামনা থাকলো।

No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.