কানাডা, অনেকের স্বপ্নের দেশ পড়াশোনা করার জন্য, স্থায়ী বসবাস আর চাকরির সুবিধা-ও আছে অনেক। কানাডা আর যায় হোক না কেন শিক্ষার জন্য আমেরিকার পরে ভালো অবস্থানে আছে বলা যেতে পারে। একটা কথা বলে রাখছি, মাত্র এই একটা ব্লগ পরে আপনার উচিত হবে না অ্যাপ্লাই করা, আরও অনেক ব্লগ পড়ুন তাহলে ভালো আইডিয়া পাবেন।
আরও একটা কথা বলে নেই আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে যে আমেরিকা/কানাডা তা আসতে হবে এমন কোন কথা নেই। অনেকেই আছেন যেনারা আমেরিকা/কানাডাতে পড়াশোনা না করে জীবনে সফল হয়েছেন, আর হবেনও। কানাডায় এসে সফল হবেন, না আসলে সফল হতে পারবেন না এমন কথা নেই। আপনার নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করুন, আপনি-ও সফল হতে পারবেন যে কোন জায়গা থেকে।
প্রথমে সিদ্ধান্ত নিন কেন কানাডা তে পড়বেন? আপনার গ্রামের একজন গিয়েছে এই জন্য আপনাকে যেতে হবে যদি এমন টা চিন্তা করেন তাহলে আপনার সিদ্ধান্ত ভুল। প্রথমে ঠিক করুন আপনার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্য পূরণ করার জন্য আপনাকে কানাডা তে আসতে হবে কিনা। ধরুন আপনার ইচ্ছা বাংলাদেশে ব্যাংক এর চাকরি করবেন। তাহলে কানাডায় আসার দরকার নেই, বা বিসিএস দেবেন তাহলে দরকার নেই। তবে যদি কানাডায় চাকরি করতে চান, বা দেশের কোন ইউনিভার্সিটির শিক্ষক হতে চান তাহলে আপনাকে স্বাগতম।
আবেদনের সময়ঃ নভেম্বর থেকে ডিসেম্বর বা
জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত।
কানাডা পড়ার জন্য যে সব ডকুমেন্টস লাগে-
প্রথমে চলে যান যে ইউনিভার্সিটিতে পড়তে চান তাদের ওয়েব সাইটে। উনারা কি কি চেয়েছেন তা পড়ে নিন। গুগল আপনার সব থেকে ভালো বন্ধু এইটা মনে রাখবেন, গুগল কে কাজে লাগান।
ব্যাচেলর এর সিজিপিএ
সিজিপিএ কানাডায় খুব একটা দেখে না। তবে সিজিপিএ ভালো হলে আপনি অবশ্যই এগিয়ে থাকবেন তা বলার অপেক্ষা থাকে না।
জিআরই/জিম্যাট
ভাই এইটা আপনার ভর্তিতে বিশাল ভূমিকা পালন করবে, বিশেষ করে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। এইটা কে বলা যেতে পারে আপনার ফুল ফান্ডিং এর পাসপোর্ট। আপনি কোন সাবজেক্ট এ পড়বেন তার উপর নির্ভর করবে জিআরই/জিম্যাট কোনটা দেবেন। অবশ্যই দেখে নেবেন যে কোনটা চাচ্ছে আপনার পছন্দের বিষয়ে ভর্তির জন্য। তবে আপনার জন্য ভালো খবর হলো কানাডাতে সব ইউনিভার্সিটিতে জিআরই/জিম্যাট লাগে না, তবে প্রথম সারির ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগে।
আইইএলটিএস/টোফেল
এইটা আপনার ইংরেজি কেমন তা বোঝাবে। অ্যাপ্লাই করার সময় আইইএলটিএস বা টোফেল স্কোর চায়, এইটা দিয়ে ফেলুন। এইটা আহামরি কিছু না। কানাডাতে আইইএলটিএস বা টোফেল ছাড়া ভর্তির কথা চিন্তা করতে পারবেনই না।
৩ টা রিকমেন্ডেশন লেটার
অনেক বড় ভূমিকা রাখে। এইটা হলো আপনার সম্পর্কে কেউ একজন বলবে আপনি খুবই ভালো। যিনি রিকোমেন্ড করছেন উনার মতে আপনার মত ভালো ছাত্র কেউ নেই, আপনি উনার দেখা সব থেকে ভালো ছাত্র। ভবিষ্যতে আপনি কি রকম গবেষণা করবেন, আপনার সম্ভাবনা কতটা, প্রশংসা টাইপ কথা থাকবে। এইটা সাধারণত আপনার অ্যাকাডেমিক আর প্রেফেশোনাল সেক্টর থেকে নিতে হবে। তবে মাথায় রাখবেন কম হলেও একজন প্রোফেসর এর রিকমেন্ডেশন লেটার দেওয়ার চেষ্টা করবেন। যিনি রিকমেন্ডেশন লেটার দেবেন উনাকে বলুন উনি যেন নিজে এইটা লেখেন। কারণ মাঝে মাজে এইটা স্টেটমেন্ট অব পারপাস এর সমতুল্য হয়ে যায়।
চাকরির অভিজ্ঞতা
এইটা আপনাকে কিছুটা এগিয়ে রাখবে। আপনি কি চাকরি করছেন। এইটা নিয়ে বিস্তারিত কিছু লেখার দরকার আছে বলে মনে হয় না।
পাবলিকেশন/রিসার্চের অভিজ্ঞতা
মহামূল্যবান একটা জিনিস। আপনার যদি একটা পাবলিকেশন থাকে তাহলে আপনার সম্ভাবনা অনেক অনেক বেশি। উনারা রিসার্চ, পাবলিকেশন কে অনেক মূল্যায়ন করেন। তাই ছাত্র অবস্থায় এইটা করার চেষ্টা করুন।
স্টেটমেন্ট অফ পারপাস
সব থেকে গুরুত্বপূর্ণ । এইটার উপর নির্ভর করবে আপনাকে ভর্তির সুযোগ দেবে কিনা। তাই এইটা সময় নিয়ে লিখুন। বড় ভাইকে দেখান বার বার। কাটুন, আবার নতুন করে লিখুন। প্রায় ২ মাস সময় নিয়ে এইটা লিখুন। সর্বোচ্চ ভালো ভাবে লেখার চেষ্টা করুন। তবে একটা কথা মনে রাখবেন সদ্য শেখা জিআরই শব্দ গুলো ব্যবহার যেন না হয়। এইখানে লিখবেন আপনার নিজের সম্পর্কে, আপনি কেনো পড়তে আসতে চান এই ইউনিভার্সিটিতে, আপনার উদ্দেশ্য কি, গবেষণা করতে চান কিনা এই বিষয়ে। ২ পেজ এর বেশি না লেখা ভালো। চাপা মারা থেকে বিরত থাকুন, আর নিজেকে আইনস্টাইন বা নিউটন বানানো থেকে বিরত রাখুন, যদি বানান তাহলে বুঝতে পারছেন কি হবে।
তো উপরে যে বিষয় গুলো নিয়ে বললাম। আমি যা বললাম এ সবই প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। কানাডায় পড়তে আসার যে প্রক্রিয়া তা সম্পূর্ণ বলতে গেলে অনেক সময় লাগবে, সম্পূর্ণ প্রক্রিয়া না লিখতে পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। অন্য একসময় লেখক তাই প্রাথমিক ধারণা দিলাম মাত্র।
কানাডাতে অনেক আমাদের দেশের মানুষ আছেন, অনেকেই নিজের খরচে পড়তে আসে। তবে মনে রাখবেন নিজের খরচে পড়তে আসলে কিন্তু অনেক টাকা লাগবে। টিউশন ফি অনেক, এছাড়া পার্ট টাইম কাজ করে এই খরচ মেলাতে পারবেন না।
অ্যাপ্লাই নিজে করুন। এইটা আহামরি কিছু না। কিছু না পারলে গুগলে সার্চ দিন, সব তথ্য পেয়ে যাবেন।
আপনার জন্য অনেক শুভ কামনা থাকল, ধন্যবাদ।
No comments
Note: Only a member of this blog may post a comment.